যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর প্রাণহানি

আপডেট: October 31, 2020 |
print news

ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইলে বাস ধাক্কায় বাইসাইকেল আরোহী অজ্ঞাতনামা (২৫) এক ব্যাক্তি নিহত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন সন্ধা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আহমেদ শরীফ জানান, ওই ব্যাক্তি সাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে মেইন রোডে পেছন থেকে একই দিকে আসা স্বদেশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান ভর্তি করা হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ওই ব্যাক্তির নাম পরিচয় কেউ জানাতে পারেনি। তার পরনে ছিল টাউজার ও এ্যাশ কালারের শার্ট।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের (পরিদশর্ক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস জব্দ করা হয়েছে। এর চালককেও আটক করা হয়েছে।

বৈশাখী নিউজ/ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর