জো বাইডেনকে চীনের অভিনন্দন

আপডেট: November 13, 2020 |
print news

অবশেষে মার্কিন নির্বাচনে জয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। গত ৩রা নভেম্বরের নির্বাচনের ফলাফল নিশ্চিত হতে অনেকটা সময় লেগে যায়। তবে জয় নিশ্চিত হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানান বিশ্বের বেশিরভাগ দেশের নেতারা। তবে এ বিষয়ে চুপ ছিল চীন।

অবশেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের পরবর্তি প্রেসিডেন্টকে তার জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বিবিসি। ওই বার্তায় বলা হয়েছে, আমরা মার্কিন জনগণের পছন্দকে শ্রুদ্ধা করি। আমরা নির্বাচনে জয়ের জন্য জো বাইডেন ও কমালা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই বার্তা পাঠান।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর