করোনা আক্রান্তের সংস্পর্শে এসে আইসোলেশনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

আপডেট: November 16, 2020 |

‘সেলফ আইসোলেশনে’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাসে আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস।

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তার কোভিড-১৯ এর কোনো লক্ষণও নেই।

সেলফ আইসোলেশনে থাকাকালে স্বাস্থ্যবিধি মেনে ও চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসন তার কার্যক্রম চালিয়ে যাবেন।

গত বৃহস্পতিবার সকালে কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছিলেন বরিস জনসন। পরে বৈঠকে উপস্থিত সংসদ সদস্য লি অ্যান্ডারসনের করোনার লক্ষণ ধরা পড়ে এবং তার পরীক্ষা করা হয়। অ্যাশফিল্ডের ওই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সেলফ আইসোলেশনে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য লি অ্যান্ডারসন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় তাদের কারো মুখেই মাস্ক ছিল না।

এর আগে, গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর