প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলা, মৃত্যুদন্ডপ্রাপ্ত ১০ আসামির আপিল শুনানি শুরু

আপডেট: January 11, 2021 |

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১০ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড নিশ্চিতকরণ) ও আপিল আবেদনের ওপর হাইকোর্টের শুনানি শুরু হয়েছে । এখন থেকে এই আপিলের শুনানি নিয়মিত চলবে বলে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ফাসির দন্ডপ্রাপ্ত ১০ আসামির ডেথ রেফারেন্স শুনানি শুরু হয়েছে সোমবার । সোমবার থেকে আগামী চার কার্যদিবসে শুনানি শেষ করা হবে। এর মধ্যে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক শেষ করবেন। আমরাও রাষ্ট্রপক্ষ থেকে শুনানি শেষ করার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন তার যুক্তিতর্ক শুনানি করবেন। এরপর মামলাটি রায়ের জন্য থাকবে।’ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। এর আগে রবিবার কার্যতালিকায় (কজলিস্টে) আপিলটি শোনানোর জন্য তোলা হয়।

বৈশাখীনিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর