যে কারণে স্থগিত করা হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন

আপডেট: March 12, 2021 |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দুইদিনে ১ লাখ ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। অতিরিক্ত চাপের কারণে কেন্দ্রীয় ওয়েবসাইট সার্ভারটি ডাউন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (https://admission.eis.du.ac.bd) ওয়েবসাইটটি ঠিক করতে চেষ্টা করে যাচ্ছে।
স্নাতক ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সমস্যার সত্যতা স্বীকার করেছেন।

‘অনলাইন আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আমরা সমস্যা সমাধান করতে পারব বলে আশা করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া সোমবার বিকাল ৫টা থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত।

ওইদিন ঢাবির উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিসে আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর