ফ্রান্স ফের লকডাউনে

আপডেট: March 20, 2021 |

ফ্রান্সে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। এমন অবস্থায় রাজধানী প্যারিসসহ ১৬ অঞ্চলে নতুন করে একমাসের পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স।

শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে শুরু হওয়া এই লকডাউন আগামী চার সপ্তাহ ধরে জারি থাকবে।

তবে গত বছরের মার্চ ও নভেম্বরে আরোপিত নিয়মগুলোর চেয়ে একটু শিথিল হতে চলেছে এবারের লকডাউন। ক্যাসেক্স বলেন, ‘করোনা দেশের জাতীয় পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তাই রাস্তায় বের হলেও কোনো বন্ধুর বাড়িতে পার্টির জন্যে একত্রিত হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ফেস মাস্ক ছাড়া কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না।আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে।’

নতুন নির্দেশনা অনুসারে, ‘ফ্রান্সবাসীকে বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করতে হবে এবং কেবলমাত্র বাইরে যাওয়ার অনুমতিপত্র থাকলেই হাঁটতে বা অনুশীলনের জন্য বাইরে যেতে পারবে। সেক্ষেত্রে তারা বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না। আগে নাইট কারফিউ সন্ধ্যা ৬টা থেকে শুরু হলেও এখন তা শুরু হবে ৭টা থেকে। স্কুল ও বিশ্ববিদ্যালয় গুলো খোলা থাকবে। প্রয়োজনীয় জিনিসের দোকানগুলো খোলা থাকবে এবং এর মধ্যে এখন বইয়ের দোকান এবং মিউজিক স্টেশন অন্তর্ভুক্ত হয়েছে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর