রিয়েলিটি শো সারেগামাপা-২০২০ এ সমালোচনার মুখে পড়েছেন বিচারকরা

আপডেট: April 20, 2021 |
print news

ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২০’ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছেন অর্কদীপ মিশ্র। গত ১৮ এপ্রিল প্রচার হয় এই আসরের ধারণকৃত চূড়ান্ত পর্বটি।

চূড়ান্ত পর্বে লড়াই করেছেন—অর্কদীপ মিশ্র, রক্তিম চৌধুরী, বিদীপ্তা চক্রবর্তী, জ্যোতি শর্মা, নীহারিকা নাথ ও অনুষ্কা পাত্র। এতে বিজয়ী হন অর্কদীপ, দ্বিতীয় নীহারিকা এবং তৃতীয় বিদীপ্তা। কিন্তু দর্শকদের ভোটে বিজয়ী হন আনুষ্কা পাত্র। এ নিয়ে অন্তর্জালে সমালোচনার মুখে পড়েছেন বিচারকরা। নেটিজেনদের দাবি—‘বিজয়ী হবেন আনুষ্কা। কিন্তু বিচারকরা টাকা খেয়ে বিচার করেছেন।’

প্রকাশ দাস নামে একজন লিখেছেন—‘কত সুন্দর নাটক দেখলাম। যখন সঞ্চালক চ‌্যাম্পিয়নের নাম ঘোষণা করতে যাবে অমনি নাটের গুরু ইমন দেবী বললো দাঁড়াও আমি অর্কদীপের পাশে গিয়ে দাঁড়াবো(?)। তার মানে কি গুরু ইমন দেবী আগেই জানতেন রেজাল্ট কি হবে?’ সন্দ্বীপ ঘোষ লিখেছেন, ‘শ্রীকান্ত, জয় সরকার, ইমন মনোময় রাঘব থাকলে এইসব হবে। আমার ৫০ বছরের অভিজ্ঞতা সরাসরি গান বাজনা করেছি। তাই কষ্ট পাই!’ জোহা লিখেছেন, ‘ইমন শয়তান, টাকার বস্তা।’ তা ছাড়াও রাগে-ক্ষোভে বিচারকদের ‘বজ্জাত’, ‘খারাপ’, ‘চোর’ তকমা দিতেও ছাড়েননি নেটিজেনরা।

অনেকে বিজয়ী অর্কদীপকে আক্রমণ করে মন্তব‌্য করছেন। একজন লিখেছেন, ‘এর আগে বহু প্রতিযোগী তাদের গায়কী থেকে বের হতে পারছেন না, এই অভিযোগে বিদায় নিয়েছেন। অথচ অর্কদীপ শুধুই নিজের ঘরানা লোকগানের মধ্যে থেকেই সেরার শিরোপা পেলেন। এটা অন্যায়, অবিচার নয়?’

বিজয়ী অর্কদীপের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দিয়েছেন তিনি। এই শিল্পী বলেন, ‘শো বলছে, আমি কিশোর কুমার, শ্যামল মিত্র, শাহরুখ খান সহ হিন্দি, বাংলা বহু সিনেমার গান গেয়েছি। প্রত্যেক শিল্পীরই নিজস্ব পছন্দ থাকে। আমার পছন্দ লোকগান। তার মানে এটা নয়, আমি অন্য গান জানি না। আমি এরই মধ‌্যে বুঝে গিয়েছি, হয়তো সব সম্ভব। কিন্তু লোকের মুখ বন্ধ করা কোনোদিন সম্ভব নয়।’

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর