ঈদুল ফিতরের পরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে সৌদি আরব

আপডেট: April 20, 2021 |

ঈদুল ফিতরের পর পরই আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব।

সৌদির করোনা মোকাবিলা কমিটির সেক্রেটারি ডা. তালাল আল-তুয়াইজরি জানিয়েছেন, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট ফের চালুর দিন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কর্মকর্তা বলেন, ঘোষিত তারিখের আগেই সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করা হবে।

তিনি করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহতা বিবেচনা করে দেশবাসীকে অতিজরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান।

ভ্রমণের আগে টিকাগ্রহণের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে ডা. তালাল জানান, সৌদিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগেই ঘোষণা করা হবে।

২০২১ সালের মধ্যেই সৌদির ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পপনা রয়েছে।  এ লক্ষ্যমাত্রা অর্জিত হলেই সৌদির স্কুলগুলো খুলে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর