রাতে ইংল্যান্ড-জার্মানির মহারণ

আপডেট: June 29, 2021 |
print news

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে জার্মানি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।

জার্মানির মিডফিল্ডার গিনদোয়ান গত বুধবার হাঙ্গেরির বিপক্ষে ২-২ ড্র ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন। সোমবার তিনি আলাদা অনুশীলন করেন। ফুলব্যাক গোজেন্স ও সেন্ট্রাল ডিফেন্ডার রুডিগার এদিন পুরো অনুশীলন সেশন শেষ করলেও অস্বস্তি অনুভব করছিলেন।

মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষে দলটির কোচের পদ ছাড়বেন লুভ। হারলে এই ম্যাচই তাই হয়ে থাকবে জার্মানির কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

১৯৬৬ বিশ্বকাপের ফাইনালের পর থেকে কোনো মেজর টুর্নামেন্টের নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারেনি জার্মানি। ১৯৯০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ওই সময়ের পশ্চিম জার্মানি ও ১৯৯৬ ইউরোর সেমি-ফাইনালে টাইব্রেকারে জিতেছিল জার্মানি। পরে ২০১০ বিশ্বকাপে তাদের কাছে কোয়ার্টার-ফাইনালে উড়ে গিয়েছিল ইংলিশরা।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর