১২ সেকেন্ড নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শ্রীলেখা মিত্র

আপডেট: June 30, 2021 |
print news

 

অভিনয় ও নির্মাণে সরব টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘১২ সেকেন্ড’ নামে একটি স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে কণ্ঠশিল্পী শিলাজিৎ মজুমদারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির গল্পে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী।

পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেন—‘এই চলচ্চিত্র দর্শককে এমন এক দুনিয়ায় নিয়ে যাবে, যেখানে বাস্তব আর স্বপ্ন মিলে একাকার। ১২ সেকেন্ডের মধ্যেই শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার অন্য সম্পর্কের কথা। ছেলে কোকেন আসক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে শিলাজিৎ মজুমদার বলেন, ‘কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চিত্রনাট্য বেশ মজার লেগেছিল। তাই রাজি হয়ে গেলাম। সব সময়ই আমি নতুন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করে এসেছি। এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটিতে একটি বাংলা র‌্যাপ গানও গেয়েছি। গানটি লিখেছেন সৈকত। মিউজিক করেছেন রুদ্র।’

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—এনাক্ষী চৌধুরী, অরূপ দেব। খুব শিগগির একটি ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তি পাবে এটি।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর