ঢাবি শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক ফি মওকুফ

আপডেট: July 2, 2021 |
print news

করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহন ফি এবং সংশ্নিষ্টদের আবাসিক ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ইতোমধ্যে যারা এই ফি দিয়েছেন, তা যথাসময়ে ‘সমন্বয়’ করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে ২০২০ সালের মার্চ মাস থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ইতোমধ্যে যারা উক্ত ফি পরিশোধ করেছেন, তা যথাসময়ে সমন্বয় করা হবে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর