কঠোর লকডাউনের চতুর্থ দিনে গ্রেপ্তার ৬১৮

আপডেট: July 4, 2021 |
print news

 

করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানী থেকে ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

 

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের হয়ে স্বাস্থ্যবিধি মানছিলেন না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্ট আইনে মামলা করা হয়। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।

এদিকে, পুলিশের এক হিসাবে দেখা গেছে, ৮টি ক্রাইম জোন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জরিমানা করা হয় ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪৯৬টি গাড়িকে জরিমানা করা হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রমনায়, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় জরিমানা করা হয় ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

 

পুলিশ সূত্র জানায়, লকডাউনের প্রথমদিনে সাড়ে ৫০০, দ্বিতীয় দিন ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর