পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড দলের শঙ্কা

আপডেট: August 19, 2021 |

১৮ বছর পর পাকিস্তান সফরে যাবে বলে ঠিক করেছে নিউজিল্যান্ড। সফরের জন্য দলও ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু বর্তমান আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে কিউইদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানের পাশের দেশ আফগানিস্তানের এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে নিউজিল্যান্ডের ক্রিকেট দল।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের এ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে পাকিস্তানও।

পাকিস্তান সফর নিয়ে শঙ্কার এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেছেন, ‘যে প্রক্রিয়ায় সব কিছু এগোচ্ছিল, তাতে আমরা স্বচ্ছন্দ ছিলাম।

তবে আফগানিস্তানে গত কয়েক দিনের ঘটনা, দেশটিতে যা ঘটছে তা খুবই দুঃখজনক এবং এসব কারণে লোকে অবধারিতভাবে সেখানকার নিরাপত্তা দেখভালে আমাদের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।

এর মধ্যে খেলোয়াড়েরাও আছে, আর তাদের প্রশ্ন তোলার ব্যাপারটি পুরোপুরি বোধগম্য। তাদের কেবল প্রক্রিয়াটা সম্পর্কে আশ্বস্ত করতে হবে, সেটা মেনে চলতে হবে এবং একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ডের পক্ষ থেকে পাকিস্তান সফরে যাবেন নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন। এর পর তিনি ফিরে এলেই সিদ্ধান্ত সফর নিয়ে।

মিলস এ প্রসঙ্গে বলেন, ‘এ জন্য আলোচনা করতে চার পাঁচ দিন সময় লাগবে। এরপর তিনি তারা রিপোর্ট দেবেন এবং সফরে যাওয়া সম্ভব কি না, সম্ভব না হলে তার কারণও জানাবেন।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর