পানশির উপত্যকা ঘিরে ফেলেছে তালেবান

আপডেট: September 5, 2021 |

আফগানিস্তানের পানশির উপত্যকায় তালেবান ও প্রতিরোধ বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। পানশিরের আহমেদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) এক মুখপাত্র দাবি করেছেন, তালেবান যোদ্ধারা কাপিসা প্রদেশ ও পানশিরের সীমান্তবর্তী দ্বারবান্দ উপত্যকায় পৌঁছে গেলেও তাদের হটিয়ে দেওয়া হয়। তালেবানের তরফেও তীব্র লড়াইয়ের কথা জানানো হয়েছে।

এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তি শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘আফগানিস্তানের শক্ত ঘাঁটির প্রতিরক্ষা ভাঙা সম্ভব নয়।’

তালেবানের তরফ থেকে পানশিরে তুমুল লড়াই চলার কথা বলা হয়লেও অগ্রগতি ধীর বলে জানানো হয়েছে।

তাদের দাবি, রাজধানী বাজারাক অভিমুখী সড়ক এবং প্রাদেশিক গভর্নর কম্পাউন্ডে ল্যান্ডমাইন স্থাপন করে রাখায় অগ্রগতি বেশ ধীর। তালেবানের একটি সূত্র বলেছে, ‘মাইন নিষ্ক্রিয় করা এবং হামলা একই সঙ্গে চলছে।’

সরকার ঘোষণায় বিলম্ব আর পানশিরে তুমুল লড়াইয়ের কারণে অনেকেই মনে করছেন তালেবান আফগানিস্তানের শক্ত এই ঘাঁটি দখলের আগে হয়তো সরকার ঘোষণা করবে না।

দুর্গম এই পাহাড়ি উপত্যকাটি ১৯৮০’র দশকের সোভিয়েত আগ্রাসনের সময়ও মুক্ত থেকেছে আবার ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সরকারে থাকার সময়ও সেখানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি। খবর আল জাজিরা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর