গ্রেফতার জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা, রিমান্ডে চায় পুলিশ

আপডেট: September 7, 2021 |

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ভাটারা থানায়।

আজ মঙ্গলবার সকালে ভাটারা থানার ওসি সাজেদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা তাদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠাব।’

সোমবার সন্ধ্যার পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন আসামিদের মধ্যে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর