স্কুলের সামনে অভিভাবকদের জটলা না করার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর

আপডেট: September 12, 2021 |
print news

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বাইরে বা প্রধান গেটসংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অনেক দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা আনন্দিত। তারা শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পড়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন। মনে হচ্ছে, সেই পুরনো পরিবেশ ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম কাজ করছে।

তা ছাড়া শিক্ষার্থীদের কাউন্সিলিং করা হচ্ছে নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই অভিভাবকদের বলব, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছে, আপনারাও সেটা মেনে চলুন।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর