আদালতে হাজিরা না দিয়ে বের হলেন পরীমণি

আপডেট: September 15, 2021 |
print news

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা না দিয়ে আদালত থেকে বের হয়ে গেলেন চিত্রনায়িকা পরীমণি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে মামলার হাজিরা দিতে সকাল ১০টা ৫০ মিনিটে উপস্থিত হোন পরীমণি। কিন্তু এর আগেই আদালতের বিচারক দুপুর ১টায় হাজিরার সময় নির্ধারণ করেন।

আদালতের সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে জানা যায়, পরীমণির মাদকের মামলায় হাজিরা দুপুর ১টায় নির্ধারণ করেন সংশ্লিষ্ট আদালতের বিচারক। এর আগেই তিনি আদালতে হাজির হয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। এরপর পরীমণি আদালতের এজলাস থেকে বের হয়ে যান।

এদিন নিজের নিরাপত্তার কথা ভেবে পরীমণি নিজেই হাজতখানার গেট দিয়ে প্রবেশ করেন। এসময় পুলিশ ও তার কিছু আত্মীয় হাজতখানার ভেতরে প্রবেশ করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

ওইদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর