সুখী দাম্পত্যে কারিনার কাছে কী পরামর্শ চেয়েছিলেন রণবীর?

আপডেট: September 21, 2021 |
print news

এক সময়ের প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর ও রণবীর সিং। এখন তাদের খুব একটা বন্ধুত্বও নেই। কিন্তু দাম্পত্য নিয়ে কারিনা কাপুর খানের থেকে উপদেশ পেয়েছিলেন রণবীর সিং।

কারিনার রেডিও’র অনুষ্ঠানে পর্দার আলাউদ্দিন খিলজি তার কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কী ভাবে হওয়া যায়?

উত্তরে কারিনা বলেছিলেন, ‘তুমি প্রশংসা পাওয়ার চেষ্টা করছো। গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালোবাস। তোমার কোনও পরামর্শ দরকার নেই। সবাই দেখতে পায় দীপিকার প্রতি তোমার ভালোবাসা।’

তবে রণবীরের প্রশংসা করেও তাকে একটি পরামর্শ দিয়েছিলেন কারিনা। তিনি বলেছিলেন, ‘আমি তোমাকে একটাই পরামর্শ দেব এবং সেটা খুব কার্যকরী। একে অপরকে একা থাকার সময় দেবে। তা হলেই দেখবে সব ঠিক আছে।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর