ফের বলিউডে শোকের ছায়া

আপডেট: September 24, 2021 |
print news

ফের বলিউডে মৃত্যু সংবাদ। মাত্র ৪০-এ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলিভিশন অভিনেতা জাগনুর আনেজা। মিশরে বেড়াতে গিয়েছিলেন জাগনুর। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

‘এমটিভি লভ স্কুল’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জাগনুর। সেখান থেকেই ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে তার। সেই অনুষ্ঠানে প্রেমিকা মণিকার সঙ্গে দেখা গিয়েছিল তাকে। কিন্তু পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। শিল্পা শেট্টি, রণবিজয় সিংহের মতো তারকার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জাগনুরের। প্রয়াত অভিনেতা তাদের একসঙ্গে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন।

মিশরে গিয়েও একের পর এক সুন্দর ছবি, ভিডিও দিচ্ছিলেন জাগনুর। বিদেশ সফরের টুকরো টুকরো ঝলক তুলে ধরেছিলেন অনুরাগীদের কাছে। তার আকস্মিক মৃত্যুতে হতভম্ব তারকা মহল থেকে তার অণুরাগীরাও। ২ সেপ্টেম্বর একই ভাবে চলে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তাঁরও বয়স হয়েছিল ৪০ বছর। পরপর দুই তরুণ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া মায়ানগরীতে। সূত্র : আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর