উড়ন্ত রিয়ালকে রুখে দিলো ভিয়ারিয়াল

আপডেট: September 26, 2021 |
print news

স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমায় ভর করে গোল উৎসব করছিল তারা। ৬ ম্যাচে করে ফেলেছিল ২১ গোল। সেই রিয়াল শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালের নাগালই পেল না! সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ভিয়ারিয়াল।

এই ড্রয়ে ৫ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করার সুযোগ হাতছাড়া হলো কার্লো আনচেলোত্তির শিষ্যদের। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। আর ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা।

অন্যদিকে ভিয়ারিয়াল চলতি মৌসুমে এখনো অপরাজিত। যদিও ৬ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা।
অবশ্য ঘরের মাঠে পরিস্কার কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু প্রত্যেকবারই মাঠে উপস্থিত সমর্থকদের হতাশ করেছেন বেনজেমারা। তাতে নিজ সমর্থকদের সামনে জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর