হবিগঞ্জের বিষ দিয়ে অর্ধশতাধিক পাখি হত্যা

আপডেট: September 26, 2021 |
print news

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধানের সঙ্গে বিষ মিশিয়ে নানা প্রজাতির অর্ধশতাধিক পাখি হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল (শনিবার) বিকেলে চুনারুঘাটের ইনাতাবাদ এলাকায় মৃত পাখিগুলো দেখতে পান স্থানীয়রা।

এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিককে জানান। ইউএনও দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি সাংবাদিকদের বলেছেন, পাখিগুলো কীভাবে মারা গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর