চূড়ান্ত হচ্ছে এসএসসি পরীক্ষার সময়সূচি

আপডেট: September 27, 2021 |
print news

চূড়ান্ত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। ২৭ সেপ্টেম্বর (সোমবার) এ সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এরপর তা প্রকাশ করা হবে যে কোনো দিন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানায়, শিক্ষা বোর্ডের পাঠানো প্রস্তাব শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা বোর্ডগুলো এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগরে সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা বোর্ডের তিনটি প্রস্তাবের একটি নির্ধারণ করা হয়েছে। আমাদের সম্মতির পর শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মধ্য নভেম্বরে একাধিক তারিখ নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হয়। সেখান থেকে প্রস্তাব চূড়ান্ত করা হবে।

অরপদিকে, দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা শুরু হবে।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে আবশ্যিক বিষয় বাদ দিয়ে তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর