সাবেক পেসার সাজেদুল ইসলামের আম্পায়ারিংয়ে অভিষেক

দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে অভিষেক হচ্ছে সাবেক পেসার সাজেদুল ইসলামের। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে পথচলা শুরু হলো তার।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেএসপিতে টুর্নামেন্টের সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে আম্পায়ারিং জগতে পা রাখেন সাজেদুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এনামুল হক মণির পর সাজেদুল দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিং শুরু করলেন।
বাংলাদেশের জার্সিতে ৩টি টেস্ট খেলেছেন তিনি, নিয়েছেন ৩ উইকেট। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়, শেষ ম্যাচ খেলেন ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এ ছাড়া একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে। ১ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।
জাতীয় দলে সুযোগ না মিললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন সাজেদুল। সর্বশেষ খেলছেন এই বছরের মার্চে জাতীয় লিগে। ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ২৪১টি, ৫৫টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৬৭টি ও ৭টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে নেন ৬টি উইকেট।