২৭ অক্টোবর সংরক্ষিত আসনের উপ-নির্বাচন

সময়: 3:21 pm - October 7, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অনুকূলে বণ্টন করা সংরক্ষিত নারী আসনের শূন্যপদে আগামী ২৭ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ অক্টোবর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১৮ অক্টোবরের মধ্যে আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর।
২৭ অক্টোবর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই জায়গায়।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর