এয়ার ইন্ডিয়ার মালিকানা আবারো টাটা’র

আপডেট: October 9, 2021 |

প্রায় ১৮ হাজার কোটি টাকায় ৬৮ বছর পর ভারতের রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে আবার কিনে নিয়েছে টাটা গ্রুপ। ১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়। তখন তার নাম ছিল টাটা এয়ারলাইন্স। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়।

৬৮ বছর পর ফের তা টাটাদের হাতেই ফিরে এল। ভারতের বেসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে টাটা গ্র“প নতুন নয়। এয়ার এশিয়া ইন্ডিয়াতে প্রায় ৮৪% এবং ভিস্তারায় ৫১% শেয়ার আছে টাটা গ্র“পের।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার রাষ্ট্রায়ত্ত্ব এই বিমান সংস্থাকে কিনে টাটা। গত বেশ কয়েক বছর ধরে দেনার ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে গত সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় সরকার দরপত্র মূল্যায়ন শুরু করে।

টাটার পক্ষ থেকে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার কর্মীদের কোন ঝামেলা ছাড়াই এক বছর কাজ করতে পারবেন। তবে এক বছর পর গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা হবে।

এয়ার ইন্ডিয়ার মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে। এয়ার ইন্ডিয়া বর্তমানে ৪২টি আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজ পরিচালনা করে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর