দামেস্কে সেনাবাসে বোমা হামলায় নিহত অন্তত ১৩

আপডেট: October 20, 2021 |

সিরিয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি বাসের কাছে দুটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়।

খবরে বলা হয়েছে, বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর উপর যেতেই দুটি বোমা বিস্ফোরিত হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত।

২০১৭ সালের মার্চের পর থেকে দামেস্কে এটিই আইএসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। চার বছর আগে সেখানে জাস্টিস প্যালেসে জঙ্গি হামলায় অন্তত ৩০ জন নিহত হন।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর