জন্মদিন পালন করবেন না শাহরুখ

আপডেট: October 22, 2021 |
print news

আরিয়ানের জেল মুক্তি নিয়ে চোখে ঘুম নেই শাহরুখ ও গৌরী খানের। এমন পরিস্থিতিতে ২ নভেম্বর জন্মদিন কিং খানের। কিন্তু এবারে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।

পাশাপাশি অনুরাগীদের অনুরোধ করেছেন তারা যেন ‘মন্নত’র সামনে এসে ভিড় না জমান। শুধু জন্মদিন নয়, শাহরুখ ও গৌরী দিওয়ালিও পালন করবেন না বলে মনস্থির করেছেন।

ছেলের জামিন আবেদন বার বার পিছিয়ে যাওয়ায় অনেকটাই আশাহত কিং খান। আইনজীবী বদল করেও কোন সুরাহা না মেলায় অনেকটাই ভঙ্গে পড়েছেন তিনি। ভেঙ্গে পড়েছেন গৌরীও।

এদিকে বৃহস্পতিবার শাহরুখ তার ছেলের সঙ্গে প্রথমবারের মত জেলে দেখা করার কিছুক্ষণ পরেই এনসিবির কর্মকর্তারা শাহরুখের বাসভবন ‘মন্নত’ এ গেলে পুরো বলিউড নড়ে চড়ে বসে।

২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি।

তারপর থেকে কয়েকবার জামিন আবেদন করা হলেও এখন পর্যন্ত জেল থেকে মুক্তি পাননি আরিয়ান।সূত্র: সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর