ভারত-পাকিস্তান ম্যাচ জাতীয় স্বার্থবিরোধী: রামদেব

আপডেট: October 24, 2021 |
print news

ভারতীয় যোগগুরু রামদেব টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন। একথা জানিয়েছে এনডিটিভি।

রামদেব বলেন, আমি মনে করি, এমন পরিস্থিতিতে এই ক্রিকেট ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে; একই সঙ্গে তা জাতীয় স্বার্থেরও বিরোধী। ক্রিকেট ও সন্ত্রাসের খেলা একই সঙ্গে খেলা যায় না। বলিউডে মাদককাণ্ড নিয়েও কথা বলেন রামদেব। তিনি বলেন, বলিউডে মাদকাসক্তি ভারতের তরুণ প্রজন্মের জন্য খুবই বিপজ্জনক একটি বিষয়।

রাজনৈতিক বিরোধিতার কারণে এখন ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয় না। তাই শুধু আইসিসির টুর্নামেন্টেই পরস্পরের মুখোমুখি হয় দেশ দুইটি। এসব ম্যাচ নিয়ে আবেগ উথলে ওঠে বিশ্বজুড়ে ভারত-পাকিস্তান সমর্থকদের।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর