পুরুষ স্বাস্থ্যকর্মী স্ত্রীকে টিকা দেওয়ায় গভর্নরকে থাপ্পড়

আপডেট: October 24, 2021 |
print news

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার জিনালাবিদিন হুররেমকে থাপ্পড় দেন এক সেনা সদস্য। শনিবার প্রাদেশিক রাজধানী তাবরিজে আইআরজিসির সৈনিক শপথ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় গভর্নরকে থাপ্পড় দেন।

গভর্নর পরে রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সৈনিক আমাকে আক্রমণ করেছিল কারণ তার স্ত্রীকে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা দিয়েছিলেন।

গভর্নর হুররেম আরও জানান যে, তিনি ওই সৈনিককে চেনেন না। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন না।

এদিকে, তাবরিজের প্রসিকিউটর বিপ্লবী গার্ডের ওই সৈনিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সূত্র : আনাদোলু এজেন্সি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর