আইসিসির টুইটারের কভার পেজে পাকিস্তান দলের ছবি

আপডেট: October 25, 2021 |

ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে এর আগে টানা এক ডজন বার হারতে হয়েছে পাকিস্তানকে।

রোববার সেই হারেরই যেন বদলা নিলেন বাবর আজমরা। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ম্যাচে ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা।

সেই হারের পর আইসিসির টুইটারের কভার পেজে দেখা গেল পাকিস্তান দলের ছবি। এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে।

যশপ্রীত বুমরা, মোহাম্মদ সামিদের দিশাহীন করে দিলেন শাহিন আফ্রিদিরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলিরা।

ম্যাচ শেষে কোহলির মুখেও বার বার শোনা গেল শুরুতেই উইকেট হারানোর কথা। বিরল এক ইতিহাস রচিত হল রোববার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়ে দিল পাকিস্তান।

ওয়াসিম আক্রাম, শোয়েব আখতার, ইউনিস খান ও ইনজামামুল হকরা যা পারেননি, সেটাই হেসে-খেলে করে দেখালেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা।

ভারতকে সব বিভাগেই নাজেহাল করে ছেড়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ভারত-পাকিস্তান ম্যাচ ‘দুর্ভাগা’ হয়ে উঠল কোহলিদের কাছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর