আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু

আপডেট: October 26, 2021 |

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ মঙ্গলবার ভার্চুয়াল এ সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন সদস্য দেশগুলোর প্রধান নেতারা। তবে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় সম্মেলন থেকে বাদ পড়েছে মিয়ানমার।

জানা গেছে, ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অংশ নেবেন।

এই সম্মেলনে অরাজনৈতিক প্রতিনিধি হিসেবে মিয়ানমারের উচ্চপদস্থ কূটনীতিক চ্যান আই-ই’কে আমন্ত্রণ জানানো হয়। তবে তিনি যোগ দেননি।

প্রসঙ্গত, আসিয়ানভুক্ত দেশগুলো হলো ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। মিয়ানমার ১৯৯৭ সালে আসিয়ানের সদস্য পদ লাভ করে।
সূত্র: আল-জাজিরা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর