৫ হাজার কোটি রুপি সম্পত্তির কানাকড়িও পাবে না সাইফের সন্তানরা!

আপডেট: October 26, 2021 |
print news

সাইফ আলী খান রাজপরিবারের সন্তান। তার বাবা মনসুর আলী খান পাতৌদির পর সাইফ পাতৌদি দশম নবাব। হরিয়ানায় পাতৌদি প্রাসাদ ও ভূপালে পৈতৃক সম্পত্তি মিলিয়ে ৫০০০ কোটি রুপির সম্পদ নিজের সন্তানদের দিতে পারবেন না সাইফ। এমন খবর দিয়েছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তির কানাকড়িও তিন ছেলে ইব্রাহিম আলী খান, তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান এবং মেয়ে সারা আলী খানকে দিতে পারবেন না সাইফ।

কারণ হিসেবে বলা হয়েছে, ওই সব সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের (এনেমি ডিসপিউট অ্যাক্ট) আওতায় পড়েছে। আইনানুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবেন না। কিন্তু যদি কোনো উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাকে হাইকোর্টে আবেদন করতে হবে। এরপর তাকে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরো যুক্ত করা হয়েছে, সাইফ আলী খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনো সম্পত্তি কারো নামে উইল করে যাননি।

প্রসংগত সাইফ আলী খান দুই বিয়ে করেছেন। বলিউড সেনসেশন কারিনা কাপুরকে বিয়ের পর তাদের সংসারে দুই সন্তান আসে। তারা হচ্ছে—তৈমুর ও জাহাঙ্গীর। আগের সংসারে সারা ও ইব্রাহিম নামে দুই সন্তান রয়েছে সাইফের।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর