স্ট্র ব্যবহারের ক্ষতিকর দিক

আপডেট: October 28, 2021 |

গরমে হৃদয়কে শীতল করতে বা ঠাণ্ডা অনুভবের জন্য আমরা বিভিন্ন ধরনের পানীয় পান করে থাকি।

অনেক ক্ষেত্রে এসব পানীয় পানের সময় আমরা ব্যবহার করি ‘স্ট্র’। বিশেষ করে কোল্ড কফি, জুস, ডাবের পানির মত পানীয় পানের ক্ষেত্রে এই ‘স্ট্র’ ব্যবহারের প্রচলন বেশি।

কিন্তু ‘স্ট্র’ দিয়ে পানি পান করে স্বাচ্ছন্দ্যবোধ করলেও, এর রয়েছে বেশ কিছু অপকারিতা।

‘স্ট্র’ দিয়ে পানি পান করলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। যেমন- নিয়মিত ‘স্ট্র’ ব্যবহারে গ্যাস্ট্রিকের সমস্যা বৃদ্ধি পায়।

কারণ ‘স্ট্র’ দিয়ে পান করার সময় পেটের ভিতর সরাসরি বাতাস ঢুকে যায়, যা গ্যাসের সমস্যা বৃদ্ধি করে। চুমুক দিয়ে পানি পান করলে দাঁত ও মুখের ফাঁকে জমে থাকা জীবানু ধুয়ে মুছে যায়। তাতে অনেক ধরনের সংক্রমণের আশঙ্কা কমে। যা ‘স্ট্র’ দিয়ে সম্ভব হয় না।

তা ছাড়া ‘স্ট্র’ বানাতে যে প্লাস্টিক ব্যবহার হয় তা খুবই নিম্নমানের, যা দিয়ে খুব ঠাণ্ডা পানি পান করলে পেটের ভেতরে যেতে পারে প্লাস্টিকের অতিসুক্ষ কনা।

যা শরীরে অনেক ধরনের ক্ষতি করে।

এ ছাড়া ‘স্ট্র’ দিয়ে কিছু পান করার সময়ে মুখের পেশিতে চাপ পড়ে। সেই চাপ মুখের বলিরেখা বাড়িয়ে দেয়। তথ্যসূত্র : আনন্দবাজার

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর