পাকিস্তানকে কমপক্ষে ৩০০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব

আপডেট: October 28, 2021 |

আর্থিক সংকটে দিশেহারা পাকিস্তান। সমস্যা কাটানোর সব চেষ্টাই করে যাচ্ছে ইমরান খান সরকার। এবার তাদের অর্থনৈতিক সংকট কাটতে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে প্রায় ৩০০ কোটি ডলারের নিরাপদ আমানত।

এছাড়া পাকিস্তানের কাছে তেল কেনা বাবদ পাওনা ১২০ কোটি থেকে ১৫০ কোটি ডলার পরে পরিশোধের বিষয়েও সম্মত হয়েছে সৌদি।

পাকিস্তান সরকারের একজন সিনিয়র কর্মকর্তা ডনকে বলেছেন, এ সপ্তাহে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী ইমরান খান। তার এ সফরেই এ বিষয়ে চুক্তি হয়েছে।

সৌদি আরবের সহায়তার বিষয়ে মঙ্গলবার মধ্যরাতে টুইট করে নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি টুইটে লিখেছেন- পাকিস্তানকে সহায়তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংককে নিরাপদ জামানত হিসেবে ৩০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

এ বছরজুড়ে ১২০ কোটি ডলারের পেট্রোলিয়ামজাত পণ্য দেয়ার ক্ষেত্রে পাওনা পরিশোধেও সহায়তার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পাকিস্তানের একাউন্টে অবিলম্বে ৩০০ কোটি ডলার পাঠিয়ে দেবে সৌদি আরব। ২০২৩ সালের অক্টোবরে আইএমএফের কর্মসূচি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ঋণ চলতেই থাকবে।

এ ছাড়া পাকিস্তানকে বছরে ১৫০ কোটি ডলার মূল্যের অশোধিত তেল সরবরাহ দেবে সৌদি আরব। এর ফলে যে পাওনা হবে সৌদি আরবের তা বিলম্বে দেয়া যাবে। এর আগে ২০১৮ সালে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ক্যাশ অর্থ দিয়েছিল সৌদি আরব। এই অর্থে পাকিস্তানে একটি তেল বিষয়ক স্থাপনা গড়ে তোলার কথা ছিল। কিন্তু পরে তা নিয়ে ইসলামবাদের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ২০০ কোটি ডলার পরিশোধ করে ইসলামাবাদ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর