মিয়ানমারে সু চির সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড

আপডেট: October 29, 2021 |

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সহযোগীকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সহযোগী ওইন হতেইনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

৭৯ বছরের হতেইন সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতা ছিলেন। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপর তাকে গ্রেপ্তার করা হয়। হতেইনই প্রথম রাজনীতিবিদ যাকে সামরিক জান্তা বিচার শেষে কারাদণ্ড দিলো।

সাবেক আইনপ্রণেতা হতেইন দীর্ঘদিনের কারাভোগী রাজনীতিবিদ। এর আগের সামরিক শাসনামলেও তিনি কারাদণ্ড ভোগ করেছেন। তাকে সু চির ডান হাত হিসেবে বিবেচনা করা হয়।

হতেইনের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর