জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের মন্তব্যে নাখোশ আর্নল্ড শোয়ার্জনেগার

আপডেট: October 29, 2021 |
print news

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের নীতি ও মন্তব্য নিয়ে ক্ষেপেছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। তিনি বলেছেন, যেসব নেতা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে তারা ‘বেকুব বা মিথ্যাবাদী।’

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই সাবেক গভর্নর জানিয়েছেন, কার্বন নিঃসরণ কমলে বৈশ্বিক অর্থনীতির জন্য তা লাভজনক হবে। ক্যালিফোর্নিয়ার ধারাবাহিক অর্থনৈতিক সাফল্য ও কর্মসংস্থান সৃষ্টি প্রমাণ করে যে, কার্বন ডাই অক্সাইড কমানো ও সম্পদ বাড়ানো হাতে হাত ধরেই করা যায়।

তিনি বলেন, ‘তারা মিথ্যাবাদী, তারা বেকুব। কিংবা তারা হয়তো জানে না কীভাবে এটা করতে হয়, কারণ আমরা বের করেছি কিভাবে এটি করতে হয় এবং এটা করা পুরোটাই আত্মবিশ্বাস থাকার ওপর নির্ভর করে।’

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার গভর্নর থাকাকালে পরিচ্ছন্ন বাতাস ও পুনঃনবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিলেন শোয়ার্জনেগার।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর