সেলতা ভিগোর কাছে হারল বার্সেলোনা

আপডেট: November 7, 2021 |

বার্সেলোনার সর্বশেষ ফল দেখে হয়তো জাভির কপালে চিন্তার ভাজটা আরো একটু বাড়বে। লা লিগায় সবশেষ সবগুলো ম্যাচে জয়হীন কাতালানরা। এরপর আবার পয়েন্ট হারাতে হয়েছে সেলতা ভিগোর মতো ছোট দলের কাছে। তিন গোলে এগিয়ে থেকেও যে বার্সেলোনা ম্যাচ জিততে পারেনি দলটির সঙ্গে।

শনিবার ৬ (নভেম্বর) সেলতা ভিগোর মাঠে আতিথেয়তা নেয় বার্সেলোনা। শুরু থেকেই নিজেদের শক্তির দাপট দেখাতে শুরু করে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধে কাতালানদের হয়ে তিন গোল করেন আনসু ফাতি, সেহি বুসকেতস ও মেমফিস। বিরতির পর বার্সেলোনা আক্রমণ হেনেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। বরং সেলতা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। তিন গোল শোধ দিয়ে অতিথিদের তারা জিততে দেয়নি।
এর ফলে ১২ ম্যাচে চার জয়, পাচ ড্র ‍ও তিন হার নিয়ে ৯ স্থানে আছে বার্সেলোনা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে ২-১ গোলে জিতে লা-লিগার শীর্ষ স্থানে পৌঁছে গেছে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের খেলায় নিজেদের জাত চেনাতে শুরৃ করে বার্সেলোনা। ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় তারা। তবে এ সময়ের মধ্যে সেলটা ভিগো এগিয়ে যেতে পারতো। যদি কিনা আসপাশের শর্টটি লক্ষ্যভ্রষ্ট না হতো।

তবে বিরতির পর বরং সেলতা ভিগো ফাঁকে ফাঁকে আক্রমণ গড়ে সফল হয়েছে। ৫২ মিনিটে লাগো আসপাশ জোরালো শটে ব্যবধান প্রথম গোল শোধ দেন। ৭৪ মিনিটে স্কোরলাইন ৩-২ করে। ফ্রান্কো সার্ভির ক্রসে নলিতো হেডে গোলকিপার তের স্টেগেনকে পরাস্ত করেন। যোগ করা সময়ের ৬ মিনিটে আসপাশ জাভি গালানের অ্যাসিস্টে অ্যাশপাস বক্সের বাইরে থেকে জোরালো শটের মাধ্যমে তৃতীয় গোল শোধ দেন।

বৈশাখী নিউজ/ ইডি

 

 

Share Now

এই বিভাগের আরও খবর