এইচএসসি পরীক্ষা: কোচিং বন্ধ রাখার প্রস্তাব

আপডেট: November 10, 2021 |

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের পরীক্ষা সংক্রান্ত আভ্যন্তরীণ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া নভেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রবেশপত্র পাবে শিক্ষার্থীরা। প্রবেশপত্র দেখিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরের আগেই বিভিন্ন কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা করবে এবং তথ্য আদান প্রদান করবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর