কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করেছে সরকার : খাদ্যমন্ত্রী

সময়: 4:12 pm - November 14, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া ও খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করেছে সরকার।

আজ রবিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জে সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) ক্যাম্পাসে রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তা। এখন পুষ্টিকর খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। নারায়ণগঞ্জ রাইস সাইলো এবং কার্নেল ফ্যাক্টরি এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, সারাদেশে খাদ্য গুদামগুলো ডিজিটাল করা হচ্ছে। ফলে অ্যাপের মাধ্যমে খুব সহজেই কোথায় কোন গুদামে পণ্য ঢুকছে-বের হচ্ছে তা জানা সম্ভব হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান।

নারায়ণগঞ্জ রাইস সাইলোর ধারণ ক্ষমতা ৪৮ হাজার মেট্রিক টন। প্রতিটি ৪০০০ মেট্রিক টন ক্ষমতার মোট ১২টি সাইলো বিন রয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর