মোহামেদ সালাহকে বার্সেলোনা ক্লাবে আনতে মরিয়া জাভি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই ব্যর্থতায় কোণঠাসা হয়ে স্পেনের কাতালুনিয়ার ক্লাবটি।

সেই ব্যর্থতা এড়াতে সমর্থকদের তোপের মুখে শেষ পর্যন্ত কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে নতুন আশায় দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাব কিংবদন্তি জাভিকে।

জাভি দায়িত্ব নেওয়ার পর বার্সার ভাগ্যবদলের চেষ্টা করে যাচ্ছেন। নতুন কোচের নজর বিশ্বের সেরা ফুটবলারদের ক্লাবে নিয়ে আসায়। গুঞ্জন রটেছে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে ক্লাবে আনতে কোমড় বেঁধে নেমেছেন জাভি।

মিসরের এমবিসি মাসর টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ বলেন, আমার ওপর জাভির আগ্রহের বিষয়টি নিয়ে খবর দেখেছি। বার্সেলোনার মতো দল আমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা তো আমার জন্য খুশির ব্যাপার।

তিনি আরও বলেন, তবে আমি লিভারপুলে ভালো আছি। ভবিষ্যতে কী হয়, দেখা যাবে। তবে এই মুহূর্তে আমি প্রিমিয়ার লিগেই থাকতে চাই। কারণ এটা বিশ্বের সবচেয়ে শক্ত লিগ।

বৈশাখী নিউজ/ বিসি