বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে ভ্রমণ, করোনায় আক্রান্ত ৪৮

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ানের ‘সিম্ফনি অব দ্য সিজ’ জাহাজে ৪৮ জন যাত্রী এবং ক্রু সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মিয়ামি বন্দরে সেই জাহাজ নোঙর করা হয়েছে।

মিয়ামিভিত্তিক রয়্যাল ক্যারিবিয়ান এক বিবৃতিতে জানিয়েছে, যিনিই করোনায় আক্রান্ত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এর আগে ওই জাহাজে করোনায় আক্রান্ত হওয়া ছয়জনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে থাকা বেশিরভাগেরই উপসর্গ নেই, আবার কারো কারো উপসর্গ মৃদু।

জানা গেছে, মিয়ামি থেকে সাত দিনের জন্য পর্যটকদের বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল ওই জাহাজে। তারা ভার্জিন আইল্যান্ডে বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। জাহাজটি বর্তমানে সাগরের সবচেয়ে বৃহত্তম হিসেবে পরিচিত।

১১ ডিসেম্বর (শনিবার) যাত্রা করা জাহাজটিতে ক্রুসহ যাত্রী ছিল ৬০৯১ জন। তাদের মধ্যে করোনা টিকা নেয়া লোকের সংখ্যা ৯৫ শতাংশ। সূত্র: স্টাফ।

বৈশাখী নিউজ/ জেপা