শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত সুবিধা সহজলভ্য করতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট: December 29, 2021 |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত সুবিধা সহজলভ্য করতে হবে। তাহলে তারা অনেক বেশি সুবিধা পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অতিমারীর একেবারে গোড়ার দিকে অনলাইনে পড়ানো শুরু করেছিল। তারা শিক্ষকদের প্রশিক্ষণও অব্যাহত রেখে ছিল। এগুলো খুবই দরকার।’

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুম অ্যাপে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) ১৭তম ব্যাচের হিসাববিজ্ঞান বিভাগের দিনব্যাপী তথ্যপ্রযুক্তি কর্মশালয় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম জোয়ার্দার, ড. মো. শফিউল আলম খান, বি এম মইনুল হোসেন, কিষাণ কুমার গাঙ্গুলী। এতে দেশের বিভিন্ন কলেজের ৪০ শিক্ষক অংশগ্রহণ করেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর