টিকা নিয়েও করোনায় আক্রান্ত সুইডেনের রাজা ও রানি

আপডেট: January 6, 2022 |

টিকার তিন ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ ও রানি সিলভিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সুইডিশ রাজপ্রাসাদ।

এতে জানানো হয়েছে, রাজা ও রানির উপসর্গ মৃদু এবং তারা ভালো আছেন। ৭৫ বছরের রাজা কার্ল গুস্তাফ ও ৬৮ বছরের রানি সিলভিয়া স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের কাজ চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজা ও রানির তিন ডোজের পূর্ণ টিকা দেওয়া আছে এবং তাদের উগসর্গ মৃদু ও তারা ভালো আছেন।’

শাসক হিসেবে রাজা কার্ল গুস্তাফের ভূমিকা মূলত আনুষ্ঠানিক। তিনি ১৯৭৩ সালে রাজা ষষ্ঠ গুস্তাফ অ্যাডলফের মৃত্যুর পর মাত্র ২৭ বছর বয়সে সুইডেনের রাষ্ট্রপ্রধান হন। তিনি সুইডেনের রাজাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে সুইডেনে সংক্রমণ বাড়ছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনে ৪২ হাজার ৯৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ২০ জন মারা গেছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর