আসছে মৃদু শৈত্যপ্রবাহ

সময়: 12:17 pm - January 14, 2022 | | পঠিত হয়েছে: 5 বার

দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে দুই দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও অবসান ঘটবে। শনিবার (১৫ জানুয়ারি) এ অবস্থার উন্নতি হবে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি কম। শুক্রবার থেকে অন্যান্য অঞ্চলে এ অবস্থার উন্নতি হবে। আগামী শনিবার থেকে মূলত সারা দেশেই আর বৃষ্টি থাকবে না।”

তিনি আরও বলেন, “এরই মধ্যে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। মেঘ চলে গেলে রাতের তাপমাত্রা আরো কমবে। ফলে শনিবার ও রবিবার থেকেই দেশের একাধিক অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।”

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর