ছবিতে পরীমনির গায়ে হলুদ

আপডেট: January 22, 2022 |
print news

ঢাকাই সিনেমার আলোচিত একটি নাম পরীমনি। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে আলোচনায় থাকেন তিনি।

কিছুদিন আগে হঠাৎ করেই পরীমনি জানান, মা হতে চলেছেন তিনি। পরবর্তী সময়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আনেন।

এদিকে গোপনীয়তার কারণে ঘটা করে রাজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেননি পরীমনি। এজন্য শুক্রবার (২১ জানুয়ারি) তাদের হলুদ সন্ধ্যার আয়োজন করেন এই জুটি। শোনা যাচ্ছে, শনিবার পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন। এছাড়া আরো কিছু ছবি ভাইরাল হয়েছে। চলুন দেখে নিই রাজ-পরীর গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি।

834554158

‘গুণিন’ সিনেমার সেটে গিয়েই রাজ-পরীর প্রেম

1487574103

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন তারা

527070274

পরীমনির এবারের জন্মদিনের অনুষ্ঠানে রাজ-পরীমনির প্রেমের বিষয়টি টের পেয়েছিল শোবিজের অনেকেই

281908745

২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন বলে জানা গেছে

426030953

দুই তারকার পরিবারের ইচ্ছায় গায়ে হলুদ অনুষ্ঠানের ঘরোয়া আয়োজনে ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন

262556664

গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন পরীমনি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর