পর্দায় চোরাকারবারি হয়ে বাজিমাত, আল্লুর শিক্ষাগত যোগ্যতা জানেন?

আপডেট: January 25, 2022 |
print news

পর্দায় লাল চন্দনকাঠের চোরাকারবারি হয়ে ছক্কা হাঁকিয়েছেন। এক কথায় তিনি ‘সুপারস্টার’। নায়ক হিসেবে বক্স অফিসের সব পরীক্ষায় উতরে গিয়েছেন সফল ভাবে। কিন্তু জানেন কি, ছাত্র হিসেবেও নেহাত মন্দ ছিলেন না ‘পুষ্পা’ আল্লু অর্জুন? এক নজরে দেখে নেওয়া যাক তার শিক্ষাগত যোগ্যতা।

চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেছেন অর্জুন। কিন্তু বয়স ২০ পেরোতেই পরিবারের সঙ্গে হায়দরাবাদে চলে আসেন অভিনেতা। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন তিনি। এর পর বিবিএ পাশ করলেও গতে বাঁধা ন’টা-ছ’টার চাকরি করতে চাননি আল্লু। ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন নায়ক হিসেবে।

এর পর আর পিছনে ফিরে তাকাননি অভিনেতা। একের পর এক সফল ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। তার ‘পুষ্পা: দ্য রাইজ’-এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি সিনেমা-প্রেমীরা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর