হিলিতে কমেছে শীত, বেড়েছে তাপমাত্রা

আপডেট: January 25, 2022 |

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার জন্য কমতে শুরু করেছে শীতের প্রকোপ।

মঙ্গলবার ভোরে তেমন কুয়াশা পড়েনি। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আকাশে মেঘ জমে আছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ৯০ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এ ছাড়া সৈয়দপুর ১৩ দশমিক ৮; রংপুর ১৪ দশমিক ৫; ডিমলা ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১৩; নওগাঁ ১৩ দশমিক ৩; রাজশাহী ১৪; চুয়াডাঙ্গা ১৫ দশমিক ৫; শ্রীমঙ্গল ১২ দশমিক ৭। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়াতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা হ্রাস পেতে পারে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর