চরকিতে বৃহস্পতিবার দেখা যাবে সিয়াম-বুবলীর ‘টান’

আপডেট: January 27, 2022 |
print news

অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরে কোথাও। এরপরই বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান। শবনম বুবলী ও সিয়াম আহমেদ এই দুই চরিত্রের মাধ্যমে প্রথমবারের মত জুটি হয়ে অভিনয় করেছেন ‘টান’ ওয়েব ফিল্মে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘টান’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাত ৮টায় মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার প্রথম টিজার প্রকাশের পর বুবলী-সিয়ামের রসায়ন ও লুক নিয়ে বেশ আলোচনা হয়েছে। দর্শকরাও সেটা লুফে নিয়েছেন।

সিনেমাটি নিয়ে বুবলী নিজেও বেশ উচ্ছসিত। গণমাধ্যমে তিনি বলেন, ‘‘এই টিম আমার জন্য নতুন হলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হয়নি। রাফি ভাই খুব সুন্দর করে সিনগুলো ব্রিফ করতেন। আর সিয়াম কো-আর্টিস্ট হিসেবে এত চমৎকার যে আমার মনেই হয়নি তার সঙ্গে আমি প্রথম কাজ করছি।’’

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সিয়াম বলেন, ‘‘ এ বছরে আমার প্রথম সিনেমা টান। রাফির সঙ্গে আমার এর আগেও কাজ হয়েছে। কিন্তু বুবলীর সঙ্গে সেটে গিয়েই আমার পরিচয়। আমার বিশ্বাস, দর্শক একদম ভিন্ন ধরনের একটি কনটেন্ট দেখতে পাবেন।’’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘ চরকির সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এই সিনেমার গল্প নিয়ে শুরু থেকেই এক্সসাইটেড ছিলাম। আর্টিস্টসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কারণে কাজটি অল্প সময়ে শেষ করা সম্ভব হয়েছে। আপনারা টান দেখুন, হতাশ হবেন না।’’

সিয়াম ও বুবলীর সঙ্গে এ সিনেমায় আরও দেখা যাবে সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ফারজানা ছবি সহ আরো অনেককে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর