আজ থেকে কমবে শৈত্যপ্রবাহ, কাল বৃষ্টির সম্ভাবনা

আপডেট: February 9, 2022 |
print news

আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি সারা দেশে হওয়ার সম্ভাবনা নেই।

এমনকি পরিমাণেও খুব বেশি হবে না। এদিকে, আজ বুধবার থেকেই শৈত্যপ্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ বুধবার থেকে কমে যাবে।

এরপর বৃহস্পতিবার থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শনি বা রোববার থেকে ফের রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারির পর আবার তাপমাত্রা বাড়বে।’

গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর