পানির দাম ফের বাড়ানোর প্রস্তাব ওয়াসার

আপডেট: February 9, 2022 |
print news

ফের ৪০ শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তা কার্যকর হবে।

গত সোমবার ঢাকা ওয়াসার বিশেষ বোর্ড সভায় এই দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহকরা প্রতি এক হাজার লিটার পানির দাম দেন ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকরা দেন প্রতি এক হাজার লিটার পানির দাম দেন ৪২ টাকা। পানির দাম বাড়ানোর প্রস্তাবটি মন্ত্রণালয়ে গৃহীত হলে আবাসিকে পড়বে ২১ টাকা ২৫ পয়সা। আর বাণিজ্যিকে পড়বে ৫৮ টাকা ৮ পয়সা।

প্রস্তাবটি মন্ত্রণালয়ের সম্মতি পেলে আগামী ১ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর করতে চায় তারা। পাশাপাশি পানির বিল বাড়লে সুয়ারেজের বিলও সমহারে বাড়বে, যা গ্রাহককেই পরিশোধ করতে হবে।

এ বিষয়ে ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ওয়াসা কর্তৃপক্ষ উৎপাদন খরচের সঙ্গে পানির দাম সমন্বয় করতে চায়। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

পানির দাম বাড়ার বিষয়ে সভায় উপস্থিত একজন বোর্ড সদস্য জানান, জানুয়ারির শেষ সপ্তাহে পানির দাম বাড়ানোর প্রস্তাব তোলা হয় বোর্ড সভায়। তখনো বেশির ভাগ সদস্য-এর বিরোধিতা করে। সোমবার আবারও এ প্রস্তাব আসে। ওয়াসা বোর্ডে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তবে বোর্ডের অধিকাংশ সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। ব্যবস্থাপনা পরিচালক দাম বাড়াতে চান। আমরা বলেছি, দাম বাড়ালে মানুষের জীবনমানের ওপর এর প্রভাব পড়বে। ফলে এটা এখনেও চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, বিগত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। করোনা মহামারীর দু বছরের মধ্যেও দুই দফা পানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত বছরের ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়ায়, যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর